আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ আজ বিশ্বে অন্যতম উন্নয়নশীল দেশ। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে যথেষ্ট মর্যাদা অর্জন করেছি। আজকে গ্রামগুলো শহর হয়েছে। আজ গ্রাম আর গ্রাম নেই। ঘরে ঘরে বিদ্যুৎ। সর্বত্রই উন্নয়ন ঘটেছে।
আজ বুধবার দুপুরে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন পরিষদের মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে শাড়ি বিতরণকালে তিনি এসব কথা বলেন।
শাড়ি বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
পরে তোফায়েল আহমেদ ভোলার বাপ্তা, কাচিয়া, ইলিশা ও রাজাপুর ইউনিয়নে অসহায় মানুষের মাঝে ঈদ উপলক্ষে শাড়ি বিতরণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল