প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ বুধবার সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ, নদনা সহ তিনটি ইউনিয়নে ৫ হাজার অসহায় হত দরিদ্র ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল ও ঈদ উপহার বিতরণ করেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। এর আগে গতকাল ১২শ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও চাউল বিতরণ করেন এমপি এইচ এম ইব্রাহীম। এই নিয়ে মোট ২ দিনে ৬ হাজার ২শ পরিবারকে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় সোনাইমুড়ী পৌর মেয়র নুরুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের ও সাধারণ সম্পাদক আফম বাবুলসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ