মেহেরপুরে বিদেশ যাওয়া নিয়ে বিরোধের জেরে শরিফুল ইসলাম (৪০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার ইফতারের আগে শরিফুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে রায়পুর ধানক্ষেতে ফেলে রেখে যায় খোকন ও তার লোকজন।
পরে অন্যান্য কৃষকরা শরিফুলকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত শরিফুল ইসলাম রায়পুর গ্রামের বাবর আলীর ছেলে।
শরিফুল ইসলামের পরিবারের লোকজন জানায়, ২ বছর আগে গ্রামের আকছেদের ছেলে খোকনকে সৌদি আরব নিয়ে যায় খোকেনের চাচাতো ভাই মিরাজ আলী। সেখানে ১ বছর থেকে খোকন দেশে চলে এসে টাকার জন্য মিরাজ আলী ও শরিফুল ইসলামকে চাপ দিতে থাকে। পরে মেহেরপুর আদালতে মামলা করে।
মামলায় মিরাজ আলী ও শরিফুল ইসলাম নির্দোষ প্রমাণিত হয়। কয়েকদিন আগে শরিফুল ইসলাম দেশে আসলে বিভিন্ন সময় জীবননাশের হুমকি দিয়ে আসছিল। বৃহস্পতিবার বিকালে মাঠে ফসল দেখতে গেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মাঠেই ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা শরিফুল ইসলামকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এক বছর আগে খোকনকে সৌদি আরব পাঠিয়েছিল। সেখানে তার আকামা হয়েছিল। সে ব্যক্তিগত কারণে দেশে ফিরে এসে টাকার জন্য মামলা করে। বৃহস্পতিবার শরিফুল ইসলাম মাঠে যাওয়ার সময় খোকেনের সাথে বাক-বিতণ্ডার একপর্যায়ে হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই