সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকারের প্রস্তুতিকালে পাঁচ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের গহীন বনের আড়কোদালিয়া এলাকায় অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে আটক জেলেদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক জেলেরা হলেন-বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আব্দুস সামাদ হাওলাদারের ছেলে ফজলু হাওলাদার, ফারুক মৃধার ছেলে রনি মৃধা, মান্নান জমাদ্দারের ছেলে মিজান জমাদ্দার, জব্বার হাওলাদারের ছেলে হাসান হাওলাদার ও মান্নান জমাদ্দারের ছেলে ফয়সাল জমাদ্দার।
আটক জেলেদের কাছ থেকে ৩ বোতল কীটনাশক, তিনটি ডিঙি নৌকা, ৬ হাজার ৭২৫ ফুট জাল, একটি সোলার ব্যাটারি, একটি সোলার প্যানেল, আটটি পানির ড্রাম, পাঁচটি প্লাস্টিকের মাছের ঝুড়ি, দুটি দা, দুটি কুড়াল, ৯০টি সুন্দরীর কচা (সুন্দরীর ছোট গাছ), দুটি ককসিট ও পাঁচটি পাতিল জব্দ করা হয়েছে।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মাহাবুব হাসান বলেন, সুন্দরবনের গহীনে আড়কোদালিয়া এলাকায় একদল জেলে বিষ দিয়ে মাছ শিকারের প্রস্তুতি নেয়ার সংবাদ পেয়ে বনরক্ষীদের নিয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে জেলেরা নৌকায় অবস্থান করছিল। তাদের নৌকা তল্লাশি করে তিন বোতল কীটনাশক পাওয়া যায়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই