চাঁপাইনবাবগঞ্জে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
সোমবার জেলার পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার সাড়ে ১১টার দিকে পরিবারসহ আটোচার্জার গাড়িতে যাওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট বেয়াড়াপাড়া নামক স্থানে আফিয়া (৩) নামে এক শিশু অসাবধানতাবশত গাড়ি থেকে নিচে পড়ে যায়। এ সময় পিছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত আফিয়া সদর উপজেলার পারধুমী ট্যাপাপাড়া গোলাপের হাট এলাকার আব্দুর রকিবের মেয়ে।
অপরদিকে, বেলা সাড়ে ১২টর দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর পশ্চিমপাড়া এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে উমর ফারুক (২০) ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুর চৌহদ্দীটোলা মহল্লার সাইফুল ইসলামের ছেলে জাহিদ (২০) ঘটনাস্থলেই মারা যায়।
সদর থানার ওসি মো. সাজ্জাদ হোসেন সড়ক দুর্ঘটনায় তিন জন নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, উল্লেখিত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত