কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির সাড়ে পাঁচ শতাধিক কলাগাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরের দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার নাওডাঙ্গা গ্রামের মজিবর রহমানের ছেলে শফিকুল ইসলামের পৈত্রিক সম্পত্তি চর গোরকমন্ডল গ্রামে অর্ধ একর জমি রয়েছে যা দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছেন। চলতি বছর ওই জমিতে ভুট্টা ও কলার চাষাবাদ করেন তিনি।
সোমবার দুপুরের দিকে তিনি খেত থেকে ভুট্টা তুলে নিয়ে বাড়িতে আসলে খবর পান একদল দুর্বৃত্ত তার রোপন করা প্রায় সাড়ে ৫শ কলাগাছ কেটে সাবাড় করেছে। এরপরস্থানীয় লোকজন ৯৯৯ এ ফোন করলে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে আসলে দুর্বৃত্তরা সেখান থেকে সটকে পড়ে।
কলা খেতের মালিক শফিকুল ইসলাম জানান, দীর্ঘ দিন থেকে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে দুর্বৃত্তরা দিনে দুপুরে এসে জমি দখলসহ কলাগাছ কেটে সাবাড় করে ফেলে। তিনি তার প্রতিপক্ষ আব্দুল হামিদ ও তার ভাইদেরকে সন্দেহ করেন। এ অন্যায়ের উপযুক্ত বিচার চান তিনি।
এ বিষয়ে আব্দুল হামিদ বলেন, আমরা তার খেতের কলাগাছ কাটি নাই। কে বা কাহারা কেটেছে আমরা জানি না। ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গেলেও কাউকে পাননি। তবে অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/শফিক