২৫ এপ্রিল, ২০২৩ ১৭:১২

বগুড়ায় পানিতে ডুবে অবসরপ্রাপ্ত রেল কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় পানিতে ডুবে অবসরপ্রাপ্ত রেল কর্মীর মৃত্যু

বগুড়ার আদমদীঘির সান্তাহারে বাড়ির পাশে আম কুঁড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোজাহার হোসেন (৬২) নামের রেলওয়ের এক অবসরপ্রাপ্ত কর্মচারী মারা গেছেন।

তিনি উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামের মৃত অহির উদ্দীনের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার সকালে থানার একটি ইউডি মামলা হয়েছে। 

আদমদীঘি থানা পুলিশ জানায়, মোজাহার হোসেন রেলওয়েতে এটেনডেন্ট পদে চাকরি করতেন। ছয় মাস আগে তিনি অবসরে যান। শারীরিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়ায় বেশির ভাগ সময় বাড়িতেই কাটাতেন। সোমবার সন্ধ্যায় তার পরিবারের লোকজনকে বলে তিনি বাড়ির পাশের পুকুর পাড়ে আম কুড়াতে যান। এরপর তিনি ওই পুকুরের পানিতে পড়ে যান। তিনি যথা সময়ে বাড়িতে না ফেরায় তার স্ত্রী মাগরিবের নামাজ আদায় করে ওই পুকুরের পানিতে তাকে ডুবতে দেখেন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
 
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেদোয়ানুর রহিম জানান, ধারণা করা হচ্ছে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় আম কুড়াতে গিয়ে গাছের শেকড়ে হোঁচট খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে মারা যান। এঘটনায় থানার একটি ইউডি মামলা হয়েছে।    

 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর