২৭ এপ্রিল, ২০২৩ ২০:৪৭

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় স্ত্রীকে গলা কেটে করে হত্যার ঘটনায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে শরাবন তহুরা এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত হলেন মো. শামীম (৪৫)। তিনি মুন্সিগঞ্জের নয়াগাও পূর্বপাড়া এলাকার সাহাব উদ্দিনের ছেলে। সেই সঙ্গে নিহত স্ত্রী হলেন মো. খাদিজা আক্তার। তিনি একই এলাকার মৃত আ. রাজ্জাক হাওলাদারের মেয়ে। 

রায়ের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৩ সালের ২৬ জানুয়ারি দন্ডিত শামীম তার স্ত্রী খাদিজা আক্তারকে চাপাতি দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। পরে এই ঘটনায় খাদিজার ভাই বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামীকে ১ লাখ অর্থদন্ডে দন্ডিত করেছেন। তাদের সংসারে আদিবা নামে এক কন্যা সন্তান রয়েছে। 
মামলা সূত্রে জানা যায়, দন্ডিত শামীম তার স্ত্রী খাদিজাকে নিয়ে নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর এলাকার এক ভাড়াটে বাসায় বসবাস করে আসছিলো। তাদের দাম্পত্য জীবনে আদিবা নামে এক কন্যা সন্তানের জন্ম নেয়। তবে তাদের দাম্পত্য জীবনে কলহ চলে আসছিলো। সেই কলহের এক পর্যায়ে ২০১৩ সালের ২৬ জানুয়ারি সকালের কোনো এক সময়ে স্ত্রী খাদিজাকে জবাই করে হত্যা করে কন্যা আদিবাকে নিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে বলে তাদের মধ্যে ঝগড়া হয়েছে। সেই সাথে কন্যা আদিবাকে রেখে চলে যায়। পরে এই খবর শুনে খাদিজার ভাই আমিনুর ইসলাম শামীমের ভাড়াটিয়া বাসায় গিয়ে দেখেন খাদিজাকে চাপাতি দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর