২৭ এপ্রিল, ২০২৩ ২২:১৮

যশোর আদালতে ই-ভ্যালির এমডি ও চেয়ারম্যানের জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর আদালতে ই-ভ্যালির এমডি ও চেয়ারম্যানের জেল-জরিমানা

চেক জালিয়াতির মামলায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে চার মাসের জেল ও ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত। একই অপরাধে আদালত প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজার (ফিন্যান্স) মাসুদুর রহমানকে চার মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক খায়রুল ইসলাম এ রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামস ইমরান জানান, বাদী সামসুজ্জামান রিন্টু ই-ভ্যালি থেকে দুটি মোটরসাইকেল ক্রয়ের জন্য তিন লাখ চল্লিশ হাজার টাকা প্রদান করেন। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় এক লাখ ৭০ হাজার টাকার দুটি চেক দেন ই-ভ্যালি কর্তৃপক্ষ। কিন্তু চেক দুটি নিয়ে ব্যাংকে গেলে অ্যাকাউন্ট ব্লক দেখায়। এ ব্যাপারে গত বছর ২৯ মার্চ ও ৭ এপ্রিল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে দুটি পৃথক চেকের মামলা হয়। সেই মামলার শুনানি শেষে এ রায় ঘোষণা করেন বিচারক।

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর