নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়াবাসহ মামুন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলা মাহনা এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি মামুন উপজেলার মাহনা পূর্বপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, মামুনসহ তার সহযোগীরা মাহনা, সাওঘাট, আদুরিয়া, বান্টি, ভুলতাসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভুলতা ফাড়ী পুলিশ জানতে পারেন মাহনা এলাকায় মামুনসহ সহযোগীরা ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। সকালে মাহনা এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করেন। এ সময় ৭৫ পিস ইয়াবাসহ মামুনকে গ্রেফতার করা হয়। বাকিরা কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আর ওই মামলায় মাদক কারবারি মামুনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।বিডি প্রতিদিন/এএম