“দেশের উন্নয়ন মানুষের ভাগ্য পরিবর্তন” এই স্লোগাসনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের উন্নয়ন জনগণের মধ্যে তুলে ধরে উঠান বৈঠক করেছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
সোমবার বিকালে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার ৬নং ভানোর ইউনিয়নের আয়োজনে ভানোর গোয়ালটলী গ্রামে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বক্তব্য রাখেন।তিনি বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান করেন তিনি।
এসময় ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ভানোড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সিদ্দিকী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম