শিরোনাম
২ মে, ২০২৩ ১৪:৫২

টেকনাফে ফের দুই রোহিঙ্গাসহ ৪ জনকে অপহরণের অভিযোগ

টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে ফের দুই রোহিঙ্গাসহ ৪ জনকে অপহরণের অভিযোগ

কক্সবাজারের টেকনাফে পৃথকস্থান থেকে দুই রোহিঙ্গা, একজন ইজিবাইক চালক ও এক কৃষককে  অপহরণের অভিযোগ উঠেছে।  অপহৃতরা হলো, টেকনাফ সাবরাং ইউনিয়নের কচুবনিয়ার কালা মিয়ার ছেলে আবু সৈয়দ (৩৩), একই উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড নোয়াখালী পাড়ার বদিউর রহমানের ছেলে মনুজর আলম (৬০), বাহারছড়া ৮নং ওয়ার্ডের বড় ডেইলের বাসিন্দা পুরাতন রোহিঙ্গা জাফর আলম (৪০) ও উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পের সৈয়দ হোসাইনের ছেলে নুর হোসেন (৩২)।

সোমবার সন্ধ্যায় পৃথকভাবে টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া, হোয়াইক্যং উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পসহ সাবরাং এলাকায় অপহরণের এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীদের পরিবার জানায়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, অপহরণের ঘটনা জানার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে এবং তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর