১১ মে, ২০২৩ ১৬:৪১

রংপুরে লায়ন্স ক্লাবের সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে লায়ন্স ক্লাবের
সমন্বয় সভা অনুষ্ঠিত

রংপুরে লায়ন্স ক্লাবের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বুধবার রাতে নগরীর স্থানীয় একটি হোটেলে ৫ ক্লাবের সমন্বয় সভায় লায়ন্স ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট লায়ন হাসান মাহমুদ আখতার লোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন  বাজুস রংপুর জেলা শাখার সভাপতি ও  লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক জেলা ৩১৫- এ২ লায়ন মোঃ এনামুল হক সোহেল, লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট একেএম বানিউল আদম বাবু, সেক্রেটারি শাহীন পারভেজ, ট্রেজারার মোঃ জাভেদ হাসান, লায়ন বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, লায়ন এম আজাহারুল ইসলাম দুলাল, লায়ন মোঃ রবিউল ইসলাম, লায়ন মুনীর চৌধুরী, লায়ন কানিজ মোর্সেদ, লায়ন জেনিভা তাসমিম, লায়ন মোজাফ্ফর রহমান, লায়ন মাহফিজুল আনাম সুজন, লায়ন আল হেলাল, লায়ন তহমিনা শিরীন, লায়ন রুহুল আমিন, লায়ন আলমগীর কবির, লায়ন সাইফুল ইসলাম, লায়ন সামসুল আলম, লায়ন একেএম সাদেকুল ইসলাম, লায়ন এসআর ফারুখ, লায়ন জাহাঙ্গীর আলম, লায়ন গোলোম মোস্তফা টিটু, লায়ন জুয়েল আহমেদ, লায়ন নুরুজ্জামান জামান, লায়ন এ্যাড. মুনির, লায়ন নিপা, লায়ন মৃদুল রহমান প্রমুখ। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর