গাজীপুরে বিলুপ্তপ্রায় ২টি ধনেশ পাখি উদ্ধার এবং এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. আলতাফ হোসেন রিফাত (২৩) গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার পূর্বচান্দনা এলাকার মো. হারুন রশিদের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটনপুলিশের (জিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ,উত্তর) রেজওয়ান আহমেদ জানান, গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন পূর্ব চান্দনা এলাকায় মো: হারুন রশিদের বাসায় বিলুপ্তপ্রায় বন্যপ্রানী ধনেশ পাখি আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম বন্যপ্রাণী অধিপ্তরের সদস্যসহ তার (হারুন অর রশিদ) তিনতলা বাসায় শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাসার তিনতলার বারান্দায় কার্টুনের মধ্যে বিশেষভাবে রক্ষিত মো: হারুনের ছেলে মো: আলতাফ হোসেন রিফাতের হেফাজত থেকে বিলুপ্তপ্রায় দুইটি ধনেশ পাখি উদ্ধার করা হয় এবং আলতাফ হোসেন রিফাতকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আলতাফ হোসন রিফাত জিজ্ঞাসাবাদে জানায়, পাখি দুইটি তিনি অনলাইন পেজের মাধ্যমে ক্রয় করেছেন। যা বন্য প্রাণী শাস্তিযোগ্য অপরাধ জেনেও তিনি ক্রয় করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে এবং বণ্যপ্রানি অধিদপ্তরের প্রতিনিধিকে বুঝিয়ে দেয়া হয়েছে।বিডি প্রতিদিন/এএম