শিরোনাম
১৪ মে, ২০২৩ ১৮:২৮

বগুড়ায় প্রয়াত দুই ছাত্রলীগ নেতার স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় প্রয়াত দুই ছাত্রলীগ নেতার স্মরণসভা

বগুড়ার শেরপুরে প্রয়াত দুই ছাত্রলীগ নেতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে। গত শনিবার বিকেলে শহরের টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রয়াত নেতারা হলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনোয়ার রহমান হাবলু ও পৌর ছাত্রলীগ নেতা ফজলুল বারী রুবেল।

উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. রুবেল হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। 

এসময় তিনি বলেন, শেরপুর উপজেলায় মনোয়ার রহমান হাবলু ছিলেন একজন দক্ষ ও দলের জন্য নিবেদিত প্রাণ নেতা। তার আদর্শ বুকে নিয়ে বর্তমান প্রজন্মের ছাত্রলীগের নেতাকর্মীদের শক্তিশালী সংগঠন গড়তে হবে। তাহলেই হাবলু ও রুবেলের আত্মা শান্তি পাবে।

স্মরণ সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলরাজী জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি সজিব সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ সভাপতি আলহাজ্ব শাহজামাল সিরাজী, আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, এ্যাডভোকেট ইলিয়াছ উদ্দিন মিন্টু, মোকাররিম হোসেন রবি, স.ম হাফিজুল ইসলাম, আয়ামী লীগ নেতা আব্দুর রউফ খান, শেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন। 

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ড্যানির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এসএম শাহাদত হোসেন টুকু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জিন্নাহ, ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম সিপ্লব, সাধারণ সম্পাদক নূরে আলম সানি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ সুমন, ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম, আহসান হাবিব, শিপন হাসান প্রমুখ।
 
শেষে প্রয়াত দুই ছাত্রলীগ নেতার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে কবর জিয়ারত, কালো ব্যাচ ধারণ করা হয়। 


বিডি প্রতিদিন/হিমেল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর