ময়মনসিংহের ফুলপুরে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার নিরাপদ সড়ক উপহার ও ফুলপুর বাসস্ট্যান্ডকে যানজটমুক্ত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান নেতৃত্ব দেন। এর আগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফুলপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ফুলপুর বাসস্ট্যান্ডকে যানজটমুক্তকরণ, আমুয়াকান্দা বাজার ও ভাইটকান্দি বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারসমূহের প্রধান সড়ককে যানজটমুক্তকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, চোরাচালান, মাদক নিয়ন্ত্রণ ও বিভিন্ন স্থানের জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন বিষয়ে উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণে দিকনির্দেশনামূলক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর তাৎক্ষণিকভাবে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এসময় ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, মেয়র মি. শশধর সেন, ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর মাহবুবুর রহমান ও ট্রাফিক সাব-ইন্সপেক্টর আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই