১৬ মে, ২০২৩ ১৫:৪৭

রসিক কাউন্সিলর শিপলু সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রসিক কাউন্সিলর শিপলু সাময়িক বরখাস্ত

রংপুর সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার ১৫ মে স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশন-২ শাখার উপ-সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়। 

আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা। তবে কাউন্সিলর শিপলু বলেছেন, এসব ষড়যন্ত্র।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কাউন্সিলর শিপলুর বিরুদ্ধে রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত প্রতারণার মামলায় চলতি বছর ২০ ফেব্রুয়ারি দেওয়া রায়ে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। স্থানীয় সরকার (সিটি করেপোরেশন) আইনের এর ২০০৯, ধারা ১২ উপ-ধারা (১) অনুযায়ী তাকে কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল চাঁদাবাজির মামলায় সিটি কাউন্সিলর শিপলুকে কারাগারে পাঠায় রংপুর মুখ্য হাকিম বিচারিক আদালতের বিচারক আহসানুল হক। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন। কাউন্সিলর শিপলু রংপুর তাজহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
 
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা বলেন, এ সংক্রান্ত মন্ত্রণালয়ের একটি চিঠি আমার দপ্তরে এসেছে। কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু বলেন, এটি নির্বাচনকালীন প্রতিপক্ষের ষড়যন্ত্র। আমি ওই মামলায় আপিল করেছি এবং জামিনে রয়েছি।  বিষয়টি মন্ত্রণায়লয়ে জানানো হবে।  সেখানে সুরাহা না হলে আইনের আশ্রয় নেয়া হবে বলে তিনি জানান।  

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর