সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় শহরের পলাশপোল নিউ মার্কেট সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে নির্মাণ সামগ্রী রাস্তায় ঢেলে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে ৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে ৫৬৪ ফুট আরসিসি ঢালাই রাস্তা ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, বিশিষ্ট সমাজসেবক কামরুল ইসলাম ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী মো. শফিকুল আলম শফি, মোতালেব হোসেন, মোঃ ইউসুফ আলী, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মোল্লা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. ইমান আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ