১৭ মে, ২০২৩ ১৮:২৪

সিরাজগঞ্জে স্কুলছাত্রের আত্মহত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে স্কুলছাত্রের আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাবা-মায়ের উপর অভিমান করে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া জিহাদ (১০) নামে এক স্কুলছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বরুপপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জিহাদ (১০) ওই এলাকার মুন্নাফ আলীর ছেলে। 

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বুধবার সকালে জিহাদ তার বাবাকে জার্সি কিনে দিতে বলে। তার বাবা পরে জার্সি কিনে দেবে বলায় জিহাদ অভিমান করে। এঘটনার কিছুক্ষন পরে শোয়ার ঘরের আড়ার সাথে লুঙ্গি বেধে গলায় ফাঁস দেয় জিহাদ। 
ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল ও তদন্ত করে মৃত্যুটি সন্দেহজনক মনে না হওয়ায় ও পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর