নাটোরে হিরোইন পাচার মামলায় বৃহস্পতিবার একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০হাজার টাকা জরিমানা করেছেন আদালত। নাটোরের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান এই রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মোঃ রাকিবুল ইসলাম ওরফে রাকিব (৪৪) চাপাইনবাবগঞ্জ সদরের শুকনাপাড়ার মৃত নূর মোহাম্মেদর ছেলে। আদালত ও মামলা সূত্রে জানা গেছে. ২০২১ সালের ১১ জুন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার গুরুদাসপুর থানা পুলিশ বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজায় চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি পরিবহনে তল্লাশি চালায়।
এ সময় ৭৪ গ্রাম হিরোইনসহ মোঃ রাকিবুল ইসলাম ওরফে রাকিবকে আটক করে। পরে গুরুদাসপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক বৃহস্পতিবার তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তার হাজত বাসের দিনগুলো যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ যাবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ