পাবনা ঈশ্বরদীতে এক কলেজছাত্রীকে যৌন হয়রানি করায় মমিন উদ্দিন (৪০) নামের একজনকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। বৃহস্পতিবার সকলের দিকে উপজেলা দাশুড়িয়া গাফফার প্লাজার মাঝের গলির সামনের মুদির দোকানে এই ঘটনা ঘটে। আটককৃত মমিন উদ্দিন পেশায় একজন মুদি দোকানদার। তিনি দাশুড়িয়া হটাৎ পাড়া গ্রামের জমিন উদ্দিনের ছেলে।
স্থানিয়রা জানায়, মমিন ওই মেয়েকে আম্মা বলে দোকানের ভেতরে ডেকে নিয়ে গিয়ে বসতে দেয়। এক পর্যায়ে ওই মেয়ের আপত্তিকর জায়গায় হাত দেয়। পরে ওই মেয়ে বুঝতে পেরে তাড়াহুড়ো করে দোকান থেকে বেড়িয়ে আসার সময় পড়ে যায়। তাৎক্ষণিক ওই মেয়ের কাছ থেকে ঘটনা শুনতে পারে স্থানীয়রা। এ সময় স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলে মীমাংসায় রাজি হয়নি সেই মেয়ে। পরে মেয়েটি থানায় গিয়ে আটককৃত মমিনের নামে অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ মমিনকে বিকেলে আটক করতে সক্ষম হয়।
ঘটনা সত্যতা নিশ্চিত করেন ঈশ্বরদী থানার এসআই ইকবাল হোসেন। তিনি বলেন, আটকৃত আসামি থানা হেফাজতে আছে এবং মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএম