২১ মে, ২০২৩ ১৬:৪৭

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার ধুনটে গাছ থেকে কাউসার আহাম্মেদ মন্ডল (৩০) নামের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের পেঁচিবাড়ী গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত কাউসার আহাম্মেদ মন্ডল চৌকিবাড়ী ইউনিয়নের বিল কাজুলী গ্রামের মোজদার হোসেন মন্ডলের ছেলে। সে পেশায় একজন শ্রমিক। 

থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, কাউসার আহাম্মেদ মন্ডল রংপুর কৃষি ফার্মের শ্রমিক হিসাবে কাজ করতো। কিছুদিন আগে সে বাড়িতে এসেছে। তবে স্থানীয়দের ধারনা পারিবারিক কলহের কারনে কাউসার আহাম্মেদ বাড়ির অদূরে একটি গাছের ডালে দড়ি বেধে আত্মহত্যা করেছে।

ধুনট থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 


বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর