ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। আজ সোমবার (২২ মে) সকালে জেলা প্রশাসনের কার্যলয়ের সামনে থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে এসে শেষ হয়। এসময় বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: তৌফিক ই- লাহী চৌধুরী। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিন এর সভাপত্বিতে আলোচনা সভাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক ই- লাহী চৌধুরী। এসময় বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম, ভোলা সদর উপজেলার এসিল্যান্ড মো: আলী সুজা, ভোলা প্রেস ক্লাবের সম্পাদক অভিতাভ রায় অপু। অনুষ্ঠানের সঞ্চলনা করেন তালহা তালুকদার বাধঁন।ভূমি সপ্তাহের এ সেবা জেলার ৭ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসেও চলমান থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
বিডি প্রতিদিন/হিমেল