বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক হত্যার হুমকির ঘটনায় নেত্রকোনায় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও ৭৫ এর প্রতিরোধ যোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজল।
তিনি সকল জনপ্রতিনিধিদের পক্ষে এবং একজন মুক্তিযোদ্ধা হয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাদী হয়ে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও হত্যা চেষ্টার মামলাটি দায়ের করেন। এ সময় জেলাবারের সিনিয়র আইনজীবীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে গত সোমবার একই ঘটনায় নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান ভিপি লিটন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল