প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে মানিকগঞ্জে শান্তি সমাবেশ করেছে জেলা যুবলীগ।
মঙ্গলবার দুপুরে জেলা যুবলীগের আয়োজনে শহরে একটি মিছিল বের করা হয়। পরে প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে জেলা যুবলীগ।
সমাবেশে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি, সদস্য ফিরোজ আলম খান, মনিরুল ইসলাম খান, মশিউর রহমানসহ জেলা ও উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।বিডি প্রতিদিন/এমআই