২৩ মে, ২০২৩ ২১:৫৮

কুমিল্লায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

কুমিল্লায় মঙ্গলবার বজ্রপাতে দু’জন নিহত হয়েছেন। তারা হচ্ছেন- দেবিদ্বার উপজেলার নোয়াগাঁও গ্রামের ইদন মিয়ার ছেলে কৃষক সাইফুল ইসলাম (৩০) ও চান্দিনা উপজেলার বুড়িমারা গ্রামের মাস্টার আব্দুর রাজ্জাকের হিফজ পড়ুয়া ছেলে রিফাত হোসাইন নিহত হন।

দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার জানান, বিকেলে বাড়ির অদূরে সাইফুল তার জমিতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে  ঘটনাস্থলেই মারা যায়। পরে পরিবারের লোকজন তার মরদেহ বাড়ি নিয়ে যান। 

অপরদিকে একই দিন দুপুরে চান্দিনা উপজেলার বুড়িমারা গ্রামের মাস্টার আব্দুর রাজ্জাকের হিফজ পড়ুয়া ছেলে রিফাত হোসাইন ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হন। 

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাবউদ্দিন খান। 

বিডি প্রতিদিন/এএম

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর