২৫ মে, ২০২৩ ১৮:২১

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে চারজনের প্রার্থিতা বৈধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে চারজনের প্রার্থিতা বৈধ

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র জমা দেওয়া চারজন মেয়র প্রার্থীর সবাই বৈধতা পেয়েছেন। নগরীর ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

দুইজন প্রার্থীর ব্যাপারে পরে সিদ্ধান্ত জানানো হবে। বৃহস্পতিবার বিকালে রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন এসব তথ্য জানান। 

যাচাই-বাছাই শেষে  ঠিকাদার, ঋণখেলাপি ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হওয়ায় কাউন্সিলর পদে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রার্থীতা ফিরে পেতে ২৮ তারিখ পর্যন্ত আপিল করা যাবে। ১ জুনের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার ও ২ জুন প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। ভোট অনুষ্ঠিত হবে ২১ জুন।

এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ২০ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রবিউল ইসলাম কাউন্সিলর নির্বাচিত হতে যাচ্ছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর