২৬ মে, ২০২৩ ২১:৫২

বগুড়ায় বিএনপির সমাবেশে মঞ্চে উঠা নিয়ে হট্টগোল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বিএনপির সমাবেশে মঞ্চে উঠা নিয়ে হট্টগোল

১০ দফা বাস্তবায়নে বগুড়ায় বিএনপির জনসমাবেশে মঞ্চে উঠা নিয়ে নেতাকর্মীদের মাঝে হট্টগোলের ঘটনা ঘটেছে।

শুক্রবার বিকেলে শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন। 

অনুষ্ঠান চলাকালে জনসমাবশে আসা যুবদলের নেতাকর্মীরা মঞ্চে উঠা নিয়ে দায়িত্বরত নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটি শুরু করে। একপর্যায়ে হট্টগোল সৃষ্টি হয়। এ সময় মঞ্চে থাকা বিএনপির সিনিয়র নেতাসহ জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম তাদেরকে থামিয়ে দেয়। পরে তারা সভা মঞ্চ ত্যাগ করে চলে যায়।

এদিকে, বগুড়ায় বিএনপির সমাবেশে আসার পথে নেতাকর্মীদের পুলিশের বাধা গাড়ি তল্লাশি করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। বেলা তিনটায় স্থানীয় নেতাদের বক্তব্যের মাধ্যমে বিএনপির জনসমাবেশ শুরু হয়। 

বগুড়ার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির জনসমাবেশে যোগ দিতে যাওয়া নেতাকর্মীদের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। গাড়ি তল্লাশির নামে পথে পথে পুলিশ নেতাকর্মীদের বাধা দিয়েছে বলে জেলা বিএনপির নেতারা অভিযোগ করেছেন।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর