২৭ মে, ২০২৩ ১৩:১২

মোরেলগঞ্জে জামায়াতের আমীরসহ ৩ জন গ্রেফতার

মোরেলগঞ্জ প্রতিনিধি:

মোরেলগঞ্জে জামায়াতের আমীরসহ ৩ জন গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতে ইসলামীর আমীরসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

এরা হচ্ছেন মোরেলগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর ও রশনআরা মহিলা স্মৃতি মহাবিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রদর্শক মো. রফিকুল ইসলাম, খাউলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামায়াতের সদস্য সচিব মো. নাজমুল হুদা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান কুদ্দুস। 

শুক্রবার দিবাগত রাতে থানা পুলিশ এদেরকে গ্রেফতার করে শনিবার বেলা ১১ টার দিকে বাগেরহাট কোর্টে প্রেরণ করেছে।

এ সম্পর্কে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ওই ৩ জন একটি নাশকতা মামলার সন্দিগ্ধ আসামি। বিশেষ অভিযান চালিয়ে পুলিশ এদেরকে গ্রেফতার করেছে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর