বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতে ইসলামীর আমীরসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এরা হচ্ছেন মোরেলগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর ও রশনআরা মহিলা স্মৃতি মহাবিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রদর্শক মো. রফিকুল ইসলাম, খাউলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামায়াতের সদস্য সচিব মো. নাজমুল হুদা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান কুদ্দুস।
শুক্রবার দিবাগত রাতে থানা পুলিশ এদেরকে গ্রেফতার করে শনিবার বেলা ১১ টার দিকে বাগেরহাট কোর্টে প্রেরণ করেছে।এ সম্পর্কে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ওই ৩ জন একটি নাশকতা মামলার সন্দিগ্ধ আসামি। বিশেষ অভিযান চালিয়ে পুলিশ এদেরকে গ্রেফতার করেছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন