২৯ মে, ২০২৩ ১৮:৪২

চুরির অভিযোগে রাজবাড়ীতে দুই জনকে গণপিটুনি

রাজবাড়ী প্রতিনিধি

চুরির অভিযোগে রাজবাড়ীতে দুই জনকে গণপিটুনি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গরু চুরির সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ দুজনকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তারা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

রবিবার দিবাগত রাতে উপজেলার নবাবপুর ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামের কুদ্দুস শেখের গরু চুরি করতে গিয়ে মারধরের শিকার হন তারা। বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক মো. রাজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক দুজন হলেন, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের সৈয়দ শেখের ছেলে সাইফুল শেখ (৩০) ও ফরিদপুর জেলার শিবরামপুর গ্রামের হাদিম শেখের ছেলে খোকন শেখ (৩৫)। আটককৃতদের মধ্যে সাইফুল শেখ ভ্যান ছিনতাইকালে চালককে গলা কেটে হত্যার দায়ে যাবজ্জীন সাজাপ্রাপ্ত আসামি বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, তায়জাল শেখের বাড়ি থেকে এক সপ্তাহ আগে দুটি গরু, জাবরকোল গ্রামের শাহাজান ফকির ওরফে সাজার একটি ছাগল ও একটি গরু চুরি হয়। এরপর কুদ্দুস শেখ গোয়াল ঘরে রাতে গরু পাহারা দেন। রবিবার দিবাগত রাত ২টার দিকে চোরের দল গরু খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখনই কুদ্দুস একজনকে জাপটে ধরেন। তার চিৎকারে এলাকাবাসী এসে আরও একজনকে আটক করেন। এ সময় মোটরসাইকেলে আরও তিনজন চোর পালিয়ে যায়। স্থানীয়রা আটককৃত দুই চোরকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক মো. রাজিবুল ইসলাম বলেন, স্থানীয়দের হাতে দুজন গরু চোর আটক হয়। পরে গণপিটুনি দিয়ে স্থানীয়রা তাদের পুলিশে দেয়। বর্তমানে তারা গ্রেফতারকৃত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর