বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পিঞ্জু হাওলাদার (২৩) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে উপজেলার দৈবজ্ঞহাটি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পিঞ্জু হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামের বদিউজ্জামান খোকার ছেলে।
এর আগে গত শনিবার ভোররাতে প্রতিবেশীর জানালা ভেঙে ঘরে ঢুকে মায়ের সামনে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে পিঞ্জু। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে রবিবার রাতে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।
মোরেলগঞ্জ থানা ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, পিঞ্জুর বিরুদ্ধে এর আগেও মোরেলগঞ্জ থানায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা রয়েছে। দুপুরে পিঞ্জুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম