৩০ মে, ২০২৩ ১৭:০৬

মানি লন্ডারিং মামলায় দুদক শতভাগ সফল : দুদক কমিশনার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মানি লন্ডারিং মামলায় দুদক শতভাগ সফল : দুদক কমিশনার

চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি

মানি লন্ডারিং মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) শতভাগ সফল বলে দাবি করেছেন দুদক কমিশনার (তদন্ত) জহরুল হক। অন্যান্য অভিযোগের ৭০ শতাংশ মামলাতেও দুদক নিজেদের পক্ষে রায় পেয়েছেন বলে জানান তিনি।

মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জহরুল হক। চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমীতে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

দুদক কমিশনার বলেন, দুর্নীতিগ্রস্ত কাউকেই ছাড় দেয়নি কমিশন। গত দুই বছরে দেশের প্রভাবশালী ব্যক্তিদের আইনের আওতায় এনেছে কমিশন। এর মধ্যে সর্বোচ্চ আদালতের বিচারপতিও রয়েছেন। সরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে জনগণকে ঘুষ না দেওয়ার আহ্বান জানান তিনি।

গণশুনানিতে ভূমি অফিস, পাসপোর্ট অফিস, নির্বাচন অফিসসহ সরকারি বিভিন্ন অফিসের বিরুদ্ধে ২৫টি অভিযোগ উপস্থাপিত হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন অফিস প্রধানরা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর