২ জুন, ২০২৩ ১৮:২৩

নাগরপুরে পথসভায় উপমন্ত্রী এনামুল হক শামীম

টাঙ্গাইল প্রতিনিধি

নাগরপুরে পথসভায় উপমন্ত্রী এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশের নদী ভাঙন, জলাবদ্ধতা নিরসনে পানি সম্পদ মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে চলছে। আর সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়ার কারণেই সারাদেশে নদী ভাঙন কমে এসেছে।

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ চৌহালী উপজেলার খাষ পুখুরিয়া হতে চর-সলিমাবদ পর্যন্ত যমুনা নদীর বামতীরের ভাঙন হতে রক্ষাকল্পে নদীতীর সংরক্ষণ শীর্ষক প্রকল্পের উদ্বোধনকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় উপমন্ত্রী এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, কার্যকর ব্যবস্থা নেওয়ার কারণেই গত ১৪ বছরে সারাদেশে নদী ভাঙনের পরিমাণ এক তৃতীয়াংশ অর্থাৎ সাড়ে ৯ হাজার হেক্টর থেকে সাড়ে ৩ হাজার হেক্টরে নেমেছে। নদী ভাঙনের কবল থেকে মানুষকে রক্ষা করতে যা যা করা দরকার তার সবই করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা কাজও শুরু করছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, সিরাজগঞ্জ-৫ সংসদ সদস্য আব্দুল মোমিন মণ্ডল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রমজান আলী প্রামানিক, টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রহিম সুজন, নাগরপুর উপজেলার নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জান, চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপুসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর