রংপুরের কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগ কর্মী সোনা মিয়া হত্যা মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করেন। আব্দুর রাজ্জাক উচ্চ আদালতের আদেশে ৪ সপ্তাহের জামিনে ছিলেন।
রবিবার জামিনের মেয়াদ শেষ হলে সোমবার তিনি জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন।
আদালত পরিদর্শক মীর আতাহার আলী জানান, উচ্চ আদালতে জামিনের মেয়াদ শেষ হলে আব্দুর রাজ্জাক জামিনের আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন