৮ জুন, ২০২৩ ১৯:৫৭

নেত্রকোনায় স্বস্তির বৃষ্টি

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় স্বস্তির বৃষ্টি

দীর্ঘ গরমের পর হালকা বৃষ্টি নেত্রকোনার মানুষদের কিছুটা স্বস্তি দিল। বৃহস্পতিবার সন্ধ্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হতেই মানুষজন আনন্দ প্রকাশ করেন।

গত কয়েকদিন ধরে গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। প্রচণ্ড গরম থেকে নিস্তার পেতে এলাকাবাসী বৃষ্টির প্রতীক্ষা করছিল। সেই বৃষ্টি নামল। 

শহরের মোক্তারপাড়া বিএডিসি ফার্ম এলাকার সামনের দোকানগুলোতে সব সময় গরমে হাফিয়ে ওঠা মাইক্রোবাস চালক-হেল্পারদের বসে থাকতে দেখা যায়। বৃহস্পতিবার বৃষ্টি শুরু হতেই অনেকে নেমে পড়েন সড়কে।

স্থানীয়রা বলছেন, আগামী দু’তিন দিন এমন আবহাওয়া থাকলে মানুষ কিছুটা স্বস্তি বোধ করবে। স্বাভাবিক জীবন-যাপনে ফিরতে পারবে। প্রচণ্ড গরমে অনেকে কাজকর্ম ছেড়ে দিয়েছেন। গত তিন থেকে চারদিন ধরে যে পরিস্থিতি তা সহ্য করার মতো নয়। ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও তার অনুভব ৪৮ ডিগ্রির মতো। এর ওপর লোডশেডিং তো আছেই।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর