গোপালগঞ্জের মুকসুদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার মোচনা ইউনিয়নের আইকদিয়ায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য খন্দকার মনজুরুল হক লাবলু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাবির মিয়া। এছাড়া সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফিরোজ খানসহ উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই