ঝিনাইদহের মহেশপুরে দুই ইউনিয়নের মধ্যে ফুটবল খেলার সময় বজ্রপাতে ৬ জন ফুটবল খেলোয়াড় আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে বাশঁবাড়ীয়া ইউনিয়ন টিমের সাদ্দাম হোসেন ও পান্তা ইউনিয়ন টিমের ইমন হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
জানা গেছে, বিকালে উপজেলার গুড়দা মাঠে ইউনিয়ন পর্যায়ে বাশঁবাড়ীয়া ও পান্তাপাড়া ইউপির মধ্যে খেলা শুরু হয়। ওই সময় আকাশে ঘন মেঘ জমে। এরপর শুরু হয় বৃষ্টিপাত। ফুটবল খেলা চলা অবস্থায় বজ্রপাতে ৬ জন খেলোয়াড় আহত হয়। সেসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী।
বিডি প্রতিদিন/এএম