বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অপর্ণা রায় দাস ও সাধারণ সম্পাদক সমীর কুমার বসু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিলন কুমার ঘোষ এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন সমীর কুমার হালাদার।
নবগঠিত কমিটির আহ্বায়ক মিলন কুমার ঘোষ বলেন, এ দেশ আমাদের সকলের। সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চাই। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা কার্যক্রম পরিচালনা করবো।
এদিকে নবগঠিত কমিটিকে জেলার নানা শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল