জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, দেশে সংস্কার, বিচার এবং নির্বাচন একসাথে চলবে। বাংলাদেশ আগের স্টাইলে চলবে না, আগের পদ্ধতিতে চলবে না, আমরা নতুন রূপান্তরের বাংলাদেশ গড়ব।
শুক্রবার সকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা জেএসডির আয়োজনে ফ্যাসিবাদ বিরোধী গণমিছিল শেষে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তানিয়া রব বলেন, আমরা প্রতিনিয়ত মাঠে ছিলাম ও আছি। জাতীয়তাবাদী দলের সমাবেশে হামলার পর থেকে আমরা মাঠে ছিলাম এবং তাদের আমরা সাহস যুগিয়েছি। বিষয়টা তখন সহজ ছিল না।
তিনি আরও বলেন, এখন তো নির্বাচনের শিডিউলের কথা ছিল না। বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র-জনতা প্রাণ দিয়ে ফ্যাসিস্টকে তাড়ানোর কারণে তা ভাবা হচ্ছে, না হলে ২০২৮-২০২৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতো। তাই কাদা ছোড়াছুড়ি না করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জেএসডির এই নেত্রী।
উপজেলা জেএসডির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারজানা জাহান দিবা প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল