বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্ণাঢ্য র্যালি সফল করার লক্ষ্যে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা, দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মেঘনা শিল্পাঞ্চলের প্রতাপেরচর এলাকায় সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম ও বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন, সেক্রেটারি আব্দুর রহমান, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, যুবদল নেতা রকিব হোসেন, কাউসার আহমেদ, নোবেল মীরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ