অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানের ১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে পরা ব্যাগি গ্রিন টুপি ২ লাখ ৮৬ হাজার ৭০০ ডলারে (প্রায় ৩ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার টাকা) কিনেছে অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ।
ক্যানবেরার এই জাদুঘর ক্যাপটি সংগ্রহ করলেও অর্ধেক খরচ বহন করেছে ফেডারেল সরকার।
ব্র্যাডম্যান এই ব্যাগি গ্রিন ক্যাপটি পরেছিলেন ১৯৪৬-৪৭ সালের সিরিজে, সে সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন তিনি। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের বিপক্ষে খেলা প্রথম টেস্ট সিরিজ।
ব্র্যাডম্যানের অধিনায়কত্বে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সেই টেস্ট সিরিজ ৩-০ তে জিতেছিল অস্ট্রেলিয়া। বাকি দু’টি ম্যাচ হয়েছে ড্র। সেবারই প্রথম ইংল্যান্ডের মাটিতে অপরাজিত থাকার রেকর্ড করে অজিরা।
অস্ট্রেলিয়া সরকারের অবকাঠামো, পরিবহন, আঞ্চলিক উন্নয়ন, যোগাযোগ, খেলাধুলা ও কারুকলা বিভাগের ওয়েবসাইট অনুযায়ী, ক্যানবেরায় অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘরের বিশেষ গ্যালারিতে কিংবদন্তির সেই সবুজ রঙের টেস্ট ম্যাচের টুপিটি এখন শোভা পাচ্ছে। অস্ট্রেলিয়ার খেলাধুলার ইতিহাস নিয়ে বিশেষ এই গ্যালারি বানানো হয়েছে, যেখানে ব্র্যাডম্যানের অন্যান্য স্মারকও সংরক্ষণ করা হয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে সেই সিরিজে ৮ ইনিংসে ৯৭.১৪ গড়ে সর্বোচ্চ ৬৮০ রান করেন ব্র্যাডম্যান।
অস্ট্রেলিয়ার শিল্পমন্ত্রী টনি বার্ক বলেছেন, এই ক্যাপটি কেনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ সংরক্ষিত হয়েছে।
ব্র্যাডম্যানের এমন ব্যাগি গ্রিন ক্যাপের মধ্যে মাত্র ১১টির অস্তিত্ব জানা যায়। এর মধ্যে একটি রাখা আছে অস্ট্রেলিয়ান স্পোর্টস মিউজিয়ামে, আর বাকি নয়টির অবস্থান ব্যক্তিগতভাবে গোপন রাখা হয়েছে।
গত বুধবার ১১৭তম জন্মদিন ছিল ব্র্যাডম্যানের। ১৯২৮ থেকে ১৯৪৮ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৫২ টেস্টে ৮০ ইনিংসে ৬৯৯৬ রান করেছেন ব্র্যাডম্যান। ২৯ সেঞ্চুরির পাশাপাশি ফিফটি ১৩টি। ব্র্যাডম্যানের ব্যাটিংগড় স্রেফ অবিশ্বাস্য-৯৯.৯৪!
অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের ওয়েবসাইট অনুযায়ী, ১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়া দলের উইকেটকিপার রন স্যাগার্স ব্র্যাডম্যানের এই টুপিটি পেয়েছিলেন। তিনি তাঁর এক সতীর্থকে টুপিটি দেন এবং সেই সতীর্থ পরে তা দিয়ে দেন অস্ট্রেলিয়ার এক অপেশাদার সংগ্রাহককে। সেই সংগ্রাহক ২০০৩ সালে এক ব্যক্তির কাছে টুপিটি বিক্রি করে দেন এবং অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ সেই ব্যক্তির কাছ থেকেই টুপিটি কিনেছে।
সূত্র : এবিসি।
বিডি-প্রতিদিন/বাজিত