২ জুলাই, ২০২৩ ২০:৩৮

উন্নয়ন সমস্যা সম্ভাবনা নিয়ে কাজ করবে বগুড়া জার্নালিস্ট নেটওয়ার্ক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

উন্নয়ন সমস্যা সম্ভাবনা নিয়ে কাজ করবে বগুড়া জার্নালিস্ট নেটওয়ার্ক

বগুড়া জার্নালিস্টস নেটওয়ার্কের ঈদ পুনর্মিলনী শহরের লা-ভিলা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সংগঠনের আহ্বায়ক ও অনুসন্ধানী প্রতিবেদক মঞ্জুরুল করিম পলাশের সভাপতিত্বে ও বাংলা ভিশনের প্রধান প্রতিবেদক সুজন মাহমুদ ও চ্যানেল ২৪ এর অনুসন্ধানী প্রতিবেদক আসিফ জাহাঙ্গীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বগুড়া জার্নালিস্টস নেটওয়ার্কের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়া সমিতির সভাপতি ও বগুড়া জার্নালিস্টস নেটওয়ার্কের উপদেষ্টা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান শ্যামল। 

বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার সম্পাদক ও বগুড়া জার্নালিস্টস নেটওয়ার্কের উপদেষ্টা মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও বগুড়া জার্নালিস্টস নেটওয়ার্কের উপদেষ্টা মাহমুদুল আলম নয়ন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ, নিউজ ২৪ এর সিনিয়র রিপোর্টার মারুফা রহমান, বাংলাদেশ প্রতিদিন বগুড়া অফিসের সিনিয়র রিপোর্টার আবদুর রহমান টুলু, এনটিভি’র বিশেষ প্রতিনিধি রোকন উদ্দিন, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ, ফিনান্সিয়াল এক্সপ্রেসের নিউজ কনসালটেন্ট আমিনুল ইসলাম, চ্যানেল ২৪ এর অনুসন্ধানী প্রতিবেদক এনামুল হক, সিনিয়র সাংবাদিক এস এম বাবু, চ্যানেল আই এর সিনিয়র রিপোর্টার নাজিব বেগ, সিনিয়র সাংবাদিক আল তানভীর নেওয়াজ, নেক্সাস টিভি’র প্রযোজক রামিম আহম্মেদ, ডিবিসির ভিডিও জার্নালিস্ট আজাদ আহম্মেদ। উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, শাজাহানপুরের উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন সান্নু, সোনাতলা উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন।

বক্তারা বলেন, ঢাকাভিত্তিক সংগঠন বগুড়া জার্নালিস্টস নেটওয়ার্কের বিভিন্ন কর্মপরিকল্পনা রয়েছে। আগামী দিনে বগুড়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে কাজ করবে এই সংগঠনটি। বগুড়া থেকে যারা ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত আছেন তাদের নেতৃত্বে প্রতি বছর বগুড়ার মাঠের সাংবাদিকদের সংবর্ধনা ও মিডিয়া অ্যাওয়ার্ড দেয়া হবে। 

বক্তারা আরও বলেন, এই সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করবে। বগুড়ার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে কাজ করবে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর