৩ জুলাই, ২০২৩ ২২:৩৫

নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার চরজব্বার ও চরজুবলী ইউনিয়নে এ দুই শিশুর মৃত্যু হয়।

নিহত শিশুরা হলো- উপজেলার চরজুবলী ইউনিয়নের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামের মামুন হোসেনের মেয় সামিয়া আক্তার (২) ও চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. আরিফের মেয়ে বিবি আয়েশা (২২ মাস)।  

চরজব্বার থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নূর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশুদের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, দুপুরের দিকে সামিয়া ও আয়েশা শিশুদের সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। তাদের মায়েরা রান্নার কাজে ব্যস্ত ছিল। এক পর্যায়ে তারা সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের মরেদহ উদ্ধার করা হয়। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর