ভাঙ্গায় একলাছ মুন্সী (১৬) নামে এক কিশোরের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার মানিকদহ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তুলশিঘাটা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আবুল বাসার মুন্সীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির পাশে নিজেদের পুকুরে গোসল করতে যায় একলাছ। দীর্ঘ সময় পার হয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে চারদিকে খুঁজতে থাকেন। একপর্যায়ে পুকুর পাড়ে তার ব্যবহৃত প্যান্ট ও গেঞ্জি দেখতে পাওয়া যায়।এসময় স্থানীয়রা পুকুরের পানিতে তল্লাশি চালিয়ে বুধবার রাতে তার মৃতদেহ উদ্ধার করে। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ বুধবার রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করে।
মানিকদহ ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য হারেজ মোল্যা বলেন, গোসল করতে গিয়ে ফিরে না আসায় পুকুরে তল্লাশি করে এখলাছের লাশ পাওয়া যায়। এখলাছের বাবা গত বছরখানেক আগে সড়ক দুর্ঘটনায় মারা যায়। এখলাছ একমাত্র সন্তান ছিল।
এ ঘটনায় ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি রাতেই ঘটনাস্থলে ছুটে গিয়েছি। তবে লাশের গায়ে রক্ত ও ক্ষত চিহ্ন থাকায় লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম