যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সের ‘অরলিন্স জাস্টিস সেন্টার’ নামের একটি কারাগার থেকে পালিয়েছেন খুনের মামলার আসামিসহ ১১ জন বন্দি।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন অরলিন্স প্যারিশ শেরিফ সুসান হাটসন।
তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নিয়মিত গণনার সময় কারাগারের কর্মকর্তারা ১১ বন্দিকে খুঁজে পাননি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পলাতক বন্দিদের হন্য হয়ে খুঁজছে বলে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সিএনএন সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ডব্লিউভিইউই জানায়, পলাতক ১১ বন্দিকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন, অ্যান্টয়িন ম্যাসি, কেন্ডেল মাইলস, ডেরিক গ্রোভস, জার্মেইন ডনাল্ড, লেন্টন ভ্যানবুরেন, লিও টেইট, কোরি বয়েড, গ্যারি প্রাইস, রবার্ট মুডি, ডিকেনান ডেনিস ও কেইথ লুইস।
অনলাইন রেকর্ড অনুযায়ী, পলাতক বন্দিদের বিরুদ্ধে অপরাধের বিস্তর অভিযোগ রয়েছে। তাদের কয়েকজন হত্যা মামলার আসামি। এ ছাড়া আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা মামলার আসামিও রয়েছেন পলাতকদের মধ্যে।
ফেসবুকে এক পোস্টে লুইজিয়ানা স্টেট পুলিশ জানায়, পলাতকদের মধ্যে কেন্ডেল মাইলসকে আটক করা হয়েছে।
স্টেট পুলিশ জানায়, বাহিনীর কর্মকর্তাদের দেখে মাইলস দৌড় দিলে দ্রুতই তাকে আটক করা হয়।
অরলিন্স প্যারিশ রেকর্ড অনুযায়ী, পরিকল্পনা ছাড়া উদ্দেশ্যপ্রণোদিত হত্যার (সেকেন্ড ডিগ্রি মার্ডার) জন্য মাইলসকে অভিযুক্ত করা হয়েছিল।
পলাতক বন্দিদের বিষয়ে উচ্চ সতর্ক অবস্থায় থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে শেরিফ অফিস। একই সঙ্গে কোনো বন্দিকে দেখলে কিংবা তাদের বিষয়ে কোনো তথ্য পেলে ক্রাইম স্টপার্স বা ৯১১ নম্বরে তাৎক্ষণিকভাবে জানানোর অনুরোধ করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ