চাঁদপুর ফরিদগঞ্জ থানার এসআই মো. রাকিব উদ্দিন ভূঞার চুরি যাওয়া সরকারি অস্ত্র ও গুলি ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় রুবেল খান (৩৬) ও সুমন (৩৫) নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৬ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চাঁদপুর ডিবি ও ফরিদগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর শাহ আলী থানা এলাকা থেকে ৯ এমএম পিস্তল, ১৬ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিনসহ অস্ত্রটি উদ্ধার করা হয়।
আটক রুবেল খান বরগুনা জেলার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের উত্তর ভোড়া গ্রামের মৃত আজিজ খানের ছেলে এবং বর্তমানে মিরপুর-১ শাহ আলী থানার অন্তর্গত এলাকায় বসবাস করেন।
অপর আসামি সুমন ঝালকাঠি জেলার নেছারাবাদ থানার পশ্চিম সোহাগদল গ্রামের মৃত জালাল উদ্দিন মাঝির ছেলে এবং বর্তমানে মিরপুর বেরিবাঁধ বস্তি, তুরাগ সিটি এলাকায় বসবাস করেন।
উল্লেখ্য, এসআই রাকিব উদ্দিন ভূঞা ৪ মে রাত ১০টার দিকে নিজের ভাড়া বাসায় গেলে তাঁর ট্রলি লাগেজে রাখা সরকারি অস্ত্র-গুলি চুরি হয়ে যায়।
বিষয়টি জানাজানি হওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং থানায় মামলা দায়ের করা হয়। পরে অস্ত্র উদ্ধারে পুলিশ পুরস্কার ঘোষণা করে। অবশেষে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই আসামিকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ