কক্সবাজারের টেকনাফে মারিস বুনিয়া পাহাড়ের চূড়ায় অভিযান চালিয়ে এক স্কুলছাত্রী অপহরণ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
গ্রেফতারকৃতরা হলেন মো. রাসেল (২৪) ও মো. আতিক উল্লাহ (২৯), দুজনই টেকনাফ বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা এবং সিদ্দিক আহাম্মদের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, গত ১৫ সেপ্টেম্বর টেকনাফের মারিস বুনিয়া এলাকা থেকে সপ্তম শ্রেণির ছাত্রী সুরাইয়া জান্নাত (১৩) কে অপহরণ করে দুর্বৃত্তরা।এ ঘটনায় তার মা নাজমা কাউসার বাদী হয়ে টেকনাফ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৮ জন এজাহারনামীয় এবং ৪/৫ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে ভিকটিমকে উদ্ধার করা হলেও মামলার আসামিরা বাদী ও তার পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিতে থাকে।
তিনি আরও জানান, র্যাবের গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার (১৬ মে) দুপুরে একটি আভিযানিক দল পাহাড়ের চূড়ায় অভিযান চালিয়ে অভিযুক্ত রাসেল ও আতিক উল্লাহকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ