১৯ জুলাই, ২০২৩ ১৪:১৩

যশোরে বিএনপির পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে বিএনপির পদযাত্রা

যশোরে বিএনপির পদযাত্রা

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছে যশোর জেলা বিএনপি। বুধবার বেলা পৌনে ১২টায় জেলা বিএনপির কার্যালয় থেকে এ পদযাত্রা শুরু হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে জেলা সদরসহ ৮ উপজেলার বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী পদযাত্রায় অংশ নেয়। পদযাত্রাটি প্রায় তিন কিলোমিটার সড়ক অতিক্রম করে যশোর শহরের মনিহার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

এর আগে সকাল সাড়ে ১০টার পর থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে আসতে শুরু করেন। পদযাত্রার আগে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিয়ে তাদের উজ্জীবিত করে রাখেন যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দ। এসময় সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান তারা।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর