মেহেরপুরে সপ্তাহব্যাপী বিনমূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ায় মক্কা চক্ষু হাসপাতালে এ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডাইরেক্টর ড. আহমাদ তাহির হামিদ সভাপতিত্বে বিশেষ অতিতিথি ছিলেন জেলা প্রশাসক আবদুল আজিজ। এই চক্ষু ক্যাম্পে জেলার প্রায় ৫ শতাধিক রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে। এছাড়া প্রায় ৫ হাজার চোখের রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএ