মৌলভীবাজারের কুলাউড়ায় পরিত্যক্ত একটি বাথরুম থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে পৌরসভাস্থ দক্ষিণ বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পৌরসভাস্থ দক্ষিণ বাজার এলাকার ইয়াকুব আলী বিল্ডিংয়ের পিছন থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিলো। পরে বিল্ডিংয়ের পিছনে গিয়ে পরিত্যক্ত একটি বাথরুমে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাশটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ওই বাথরুমে ছিলো। ৩৫ বছরের অজ্ঞাত ওই নারীর লাশ ফুলে গিয়ে মুখসহ শরীরের বিভিন্ন অংশ অনেকটা বিকৃত হয়ে গেছে। লাশটিতে পচন ধরেছে।
বিডি প্রতিদিন/এএম